এ মাসের মধ্যেই বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন ১৩ কোটি ছাড়াবে: তারানা হালিম
প্রকাশিত : ০১:১৯ পিএম, ১৯ এপ্রিল ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০১:১৯ পিএম, ১৯ এপ্রিল ২০১৬ মঙ্গলবার
এ মাসের মধ্যেই বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন ১৩ কোটি ছাড়াবে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
প্রতিমন্ত্রী জানান, প্রতি সপ্তাহে ৫৫ লাখ সিম নিবন্ধন হচ্ছে, গতকাল পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন হয়েছে ৬ কোটি ৩৫ লাখ। নিবন্ধনে যাদের আঙ্গুলের ছাপ মিলছে না তারা সারাদেশে নির্বাচন কমিশনের ৫১৪টি কার্যালয়ে গিয়ে ছাপ সংশোধন করে নিতে পারবেন। তবে সিম নিবন্ধনের মেয়াদ বাড়ছে না। আগামী ১লা মে থেকে সেসব সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন হবে না, সেগুলো সাময়িক বন্ধ রেখে পর্যায়ক্রমে পূর্ণাঙ্গভাবে বন্ধ করে দেয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।