ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

যাত্রা শুরু করলো মেট্রোপলিটন শুটিং ক্লাব

প্রকাশিত : ০৯:৩৫ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার

রাজধানীর ইস্কাটনে পুলিশ অফিসার্স মেসে বাংলাদেশ শুটিং ফেডারেশনের তালিকাভুক্ত ক্লাব হিসেবে যাত্রা শুরু করলো ঢাকা মেট্রোপলিটন শুটিং ক্লাবমঙ্গলবার অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে কেক কেটে ক্লাবটির আনু্ষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম, বাংলাদেশ শুটিং ফেডারেশনের সভাপতি নাজিমদ্দিন চৌধুরী, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব শাহেদ রেজা, অতিরিক্ত আইজিপি (এসবি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, অতিরিক্ত আইজিপি (এ্যাডমিন) মো. মোখলেছুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্তি আইজিপি (এপিবিএন) ও ঢাকা মেট্রোপলিটন শুটিং ক্লাবের সভাপতি সিদ্দিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্রীড়া জগতে শুটিং এর অনেক অবদান রয়েছে। বাংলাদেশ শুটিং ফেডারেশনে নতুন ক্লাবকে স্বাগত জানাই। আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে। তার মধ্যেও প্রাকটিসের ব্যবস্থা করে নিয়মিত প্রাকটিস করতে হবে।

আইজিপি তার বক্তব্যে বলেন, ঢাকা মেট্রোপলিটন শুটিং ক্লাব প্রতিষ্ঠা করার উদ্যোক্তাদের আন্তরিক ধন্যবাদ। তারা অনেক পরিশ্রম করেছে এই ক্লাবটি প্রতিষ্ঠা করতে। ক্লাবটি প্রতিষ্ঠা করার প্রস্তাব নিয়ে আসলে আমি অতিরিক্ত আইজিপি এপিবিএনকে সভাপতি করে ক্লাবটি গঠন করে দিয়েছিলাম। খেলাটা অনেক ব্যয়বহুল। তারপরও সকলের চেষ্ঠায় ভাল অনুশীলন করে খেলার মান উন্নত করে এই খেলায় বিশেষ অবদান রাখতে হবে।

 

আর