ভেজাল ইয়াবা খেয়ে বিভিন্ন রোগাক্রান্ত হচ্ছেন মাদকাসক্তরা
প্রকাশিত : ০৯:৪৬ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার
সারাদেশে ছড়িয়ে পড়া ইয়াবার মধ্যে ৮৫ ভাগই ভেজাল। ফলে এসব ইয়াবা গ্রহণকারী মাদকাসক্তরা নানান রোগে আক্রান্ত হচ্ছে। এরমধ্যে কিডনি লিভার ছাড়াও মস্তিষ্কের স্বাভাবিক কাজকর্ম নষ্ট হচ্ছে।
মঙ্গলবার শাহবাগের পাবলিক লাইব্রেরীতে আয়োজিত এক অনুষ্ঠানে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস) এতথ্য জানায়। বাংলাদেশ মাদকাসক্তি পরিস্থিতি ও তরুণ যুব-সমাজ শীর্ষক সেমিনার ও মানস লটারী-২০১৭ এর পুরস্কার বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতি ও মূল-প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সভাপতি অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী।
মূল-প্রবন্ধে তিনি জানান, দেশে বর্তমানে মাদকাসক্তদের সংখ্যা প্রায় ৫০ লাখ। এর মধ্যে ৮০ শতাংশই যুবক। তাদের মধ্যে ৪৩ শতাংশ বেকার এমন তথ্য জানিয়েছেন মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস)।
তিনি বলেন, দিনে দিনে ফেনসিডিল ও ইয়াবাসক্ত সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ইয়াবা দেশের তরুণ সমাজকে ধ্বংস করে ফেলছে। এখনই এসমস্যা সমাধান করতে না পারলে যুব সমাজ অন্ধকারে পতিত হবে।
তিনি আরও জানান, সিগারেট নেশা থেকে শুরু করে ধীরে ধীরে মাদকে আসক্ত হয়। এরপরে অর্থের যোগান দিতে গিয়ে কিশোর-তরুণেরা বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত হয়। সেখান থেকে কেউ সহজে বের হতে পারছে না।
একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক বলেন, সারাদেশে প্রায় ৩০ লাখ মাদক ব্যবসায়ী প্রতিদিন কমপক্ষ ২০০ কোটি টাকার মাদক কেনাবেচা করে। এছাড়া সারাদেশে ছড়িয়ে পড়া ইয়াবার শতকরা ৮৫ ভাগই ভেজাল। ফলে এসব ইয়াবা গ্রহণকারী মাদকাসক্তরা নানান রোগে আক্রান্ত হচ্ছে। এরমধ্যে কিডনি লিভার ছাড়াও মস্তিষ্কের স্বাভাবিক কাজকর্ম নষ্ট হচ্ছে।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল মান্নান বলেন, মাদক প্রতিরোধে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাদেরও সস্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, মাদকাসক্ত রোধে পরিবার থেকে সন্তানদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।
সেমিনারে আরও বক্তব্য প্রদান করেন, সংগঠনের মহাসচিব চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান তালুকদার প্রমুখ।