ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

দূতাবাস স্থাপনে ১০ দেশের সঙ্গে যোগাযোগ ইসরায়েলের

প্রকাশিত : ০৯:৫১ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৯:৫১ এএম, ২৭ ডিসেম্বর ২০১৭ বুধবার

বিরোধপূর্ণ শহর জেরুজালেমে বিভিন্ন দেশের ইসরায়েলি দূতাবাস স্থাপনের বিষয়ে অন্তত ১০টি দেশের সাথে যোগাযোগ রাখছে ইসরায়েল। মঙ্গলবার এ কথা জানান ইসরায়েলের উপ-পররাষ্ট্র মন্ত্রী জিপি হটভলি।  সোমবার গুয়েতেমালা ইসরায়েলের জেরুজালেমে তাদের দূতাবাস স্থাপনের ঘোষণা দেন। এরপরই আজ হটভলি জানান, জেরুজালেমে দূতাবাস স্থাপনের জন্য অন্তত ১০টি দেশের সাথে যোগাযোগ রাখছে ইসরায়েলি সরকার।

রাষ্ট্রীয় রেডিও-তে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন হটভলি। তবে ১০টি দেশের নাম উল্লেখ করেননি তিনি। এগুলোর ‘কয়েকটি’ ইউরোপের দেশ বলে মন্তব্য করেন ইসরায়েলের এ উপ-পররাষ্ট্র মন্ত্রী।

এ সংখ্যাটিকে ‘মাত্র শুরু’ উল্লেখ করে তিনি বলেন, জেরুজালেমে ইসরায়েলের দূতাবাস স্থাপনে অনেকগুলো মিত্র দেশকেই পাশে পাবেন বলেও তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী করার প্রস্তাব সমর্থন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকেই সমালোচনার ঝড় ওঠে পৃথিবী জুড়ে। ইসলাম, খ্রিস্টান এবং ইহুদি ধর্মাবলম্বীদের জন্য পবিত্র এ শহরের দখল নিয়ে বহুদিন যাবত ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে বিরোধ চলছে।  

সূত্রঃ আল-জাজিরা

//এস এইচ এস//