ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

সংসদ বহাল রেখেই আগামী জাতীয় নির্বাচন

প্রকাশিত : ১০:১২ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার

সংসদ বহাল রেখেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য কেরেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদমঙ্গলবার দুপুরে ভোলা জেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভা শেষে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এমন মন্তব্য করেন তিনি

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘পৃথিবীর সব দেশেই ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন হয়। বাংলাদেশেও সেভাবে নির্বাচন হবে। তিনি বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া যত কথাই বলুক, আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ক্ষমতাসীন আওয়ামী লীগের অধীনে। ওই নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করবে নির্বাচন কমিশন। সংবিধানের বাইরে কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই। তিনি বলেন, বিএনপি আন্দোলন করলেও এতে কোন লাভ হবে না। তারা এ পর্যন্ত যত আন্দোলন করেছেন, তার কোনো আন্দোলনই সফলতা অর্জন করেনি।

তোফায়েল আগমেদ বলেন, বিএনপি নেত্রী যেহেতু ২০১৪ সালে আন্দোলনের ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন, তাই ভবিষ্যতেও আন্দোলন করতে গেলে ক্ষতিগ্রস্ত হবেন। তার উচিত হবে সংবিধান অনুসারে যে নির্বাচন হবে তাতে অংশগ্রহণ করা। কারণ, আগামী নির্বাচন পার্লামেন্ট রেখেই সংবিধান অনুসারে অনুষ্ঠিত হবে। আর সেই নির্বাচনে বিএনপিকে অবশ্যই অংশগ্রহণ করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের (বোরহানউদ্দিন-তজুমদ্দিন) সাংসদ আলী আজম মুকুল, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।

 

আর