ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

অভিবাসী কর্মীর বাধ্যতামূলক বিমা পলিসি গ্রহণ বিষয়ে কর্মশালা

প্রকাশিত : ১০:২৩ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার

ঢাকার ইস্কাটনস্থ প্রবাসী কল্যাণ ভবনের ব্রিফিং সেন্টার (২য় তলায়) অভিবাসী কর্মীর বাধ্যতামূলক বিমা পলিসি গ্রহণ বিষয়ে অংশীজনের সমন্বয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটি উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

উদ্বোধনকালে মন্ত্রী বলেন, নিরাপদ ও টেকসই উন্নয়ন অভিবাসন ব্যবস্থাপনা নিশ্চিত করণে অভিবাসী কর্মীর বাধ্যতামূলক বিমা পলিসি বর্তমান সরকারের একটি অন্যতম অঙ্গীকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এ মন্ত্রণালয় অভিবাসী কর্মীদের বাধ্যতামূলক বিমা পলিসি গ্রহণ কার্যক্রম প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তিনি আরও বলেন, আজকের এই কর্মশালার অংশীজনের সমন্বয় গুরুত্বপূর্ণ মতামত/আলোচনার মাধ্যমে খসড়া বিমা পলিসিটি চূড়ান্ত হবে।

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), বাংলাদেশ এর সহায়তা কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. নমিতা হালদার। স্বাগত বক্তব্যে তিনি বলেন, অল্প সময়ের মধ্যেই ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড আইন জাতীয় সংসদে পাশ হতে যাচ্ছে। অভিবাসী কর্মীদের বাধ্যতামূলক বিমা পলিসি ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় এবং এ মন্ত্রণালয়ে মন্ত্রীর সার্বিক তত্ত্বাবধানে বিমা পলিসিটি চূড়ান্ত হতে যাচ্ছে। অভিবাসী কর্মীর বাধ্যতামূলক বিমা পলিসি গ্রহণ সংক্রান্ত একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন মন্ত্রণালয়ের উপসচিব শাহীনা ফেরদৌসী। কর্মশালাটি সঞ্চালন করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (কল্যাণ ও মিশন) মোহাম্মদ আজহারুল হক। বিজ্ঞপ্তি

 

এসএইচ/