ডিএমপিকে পুলিশ ভ্যান দিল ইফাদ অটোস
প্রকাশিত : ১০:৫৮ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার | আপডেট: ১১:২৫ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দৈনন্দিন টহল কাজের জন্য দুইটি পুলিশ ভ্যান উপহার দিয়েছে অশোক লেল্যান্ড গাড়ি বাজারজাতকারী প্রতিষ্ঠান ইফাদ অটোস লিমিটেড। মঙ্গলবার সকালে ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে গাড়ি দুটি হস্তান্তর করা হয়েছে।
এ সময় ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু, ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান মিয়ার হাতে গাড়ি দুটি তুলে দেন। ইফাদ অটোস লিমিটেডের সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে ডিএমপিকে গাড়ি দুটি দেয়া হয়েছে। পুলিশকে গাড়ি উপহার দেয়ায় ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপুকে ক্রেষ্ট দিয়ে সম্মান জানান ডিএমপি কমিশনার।
পুলিশ ভ্যান উপহার দেওয়ায় ইফাদ অটোস লিমিটেডকে ধন্যবাদ জানিয়ে ডিএমপি কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া বলেন, নগরবাসীর নিরাপত্তা দেয়া ঢাকা মহানগর পুলিশের দায়িত্ব। সে দায়িত্ব পালনে ইফাদ অটোসের মতো বিভিন্ন প্রতিষ্ঠান গাড়ি উপহার দিয়ে সহায়তা করছে। এটা অবশ্যই প্রসংসার দাবী রাখে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন ডিএমপি কমিশনার।
অনুষ্ঠানে ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু বলেন, নানা সীমাবদ্ধতা সত্ত্বেও ঢাকা মহানগর পুলিশ নগরবাসীর নিরাপত্তা বিধান করছে। রোদ-বৃষ্টি ও জীবনের ঝুঁকি নিয়ে পুলিশকে কাজ করতে হয়। এ বিষয়টি আমাকে গভীরভাবে ভাবিয়ে তুলেছে। তিনি জানান, প্রতিষ্ঠার পর থেকে ইফাদ অটোস লিমিটেড দেশে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে আসছে। ভবিষ্যতে পুলিশ আরো ভ্যান উপহার দেয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে ইফাদ অটোস লিমিটেডের পরিচালক তাসফীন আহমেদ এবং ঢাকা মহানগর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।
আর