গার্ডিয়ানের সেরা একাদশে সাকিব-মুশফিক
প্রকাশিত : ১১:৩৩ এএম, ২৭ ডিসেম্বর ২০১৭ বুধবার | আপডেট: ০৩:৩৩ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৭ বুধবার
২০১৭ সালের শেষ দিকে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার কাছে বাজেভাবে হারলেও বছরটা খারাপ কাটে নি বাংলাদেশের। শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মতো দলকে টেস্ট হারিয়ে সিরিজ ভাগাভাগি করে নিয়েছে টাইগাররা। এ বছর পরিসংখ্যানেও এগিয়ে আছে বাংলাদেশের ক্রিকেটাররা। বিখ্যাত ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের বর্ষসেরা টেস্ট একাদশে তাই জায়গা পেয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান ও উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
এক নজরে দেখে নেওয়া যাক গার্ডিয়ানের বর্ষসেরা একাদশ:
১. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)
৪৪.৮৮ গড়ে ৮০৮ রান।
২. ডিন এলগার (দক্ষিণ আফ্রিকা)
৫৪.৮৫ গড়ে ১০৯৭ রান।
৩. চেতেশ্বর পুজারা (ভারত)
৬৭.০৫ গড়ে ১১৪০ রান।
৪. স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)
৭০.৪৩ গড়ে ১১২৭ রান।
৫. বিরাট কোহলি (ভারত)
৭৫.৬৪ গড়ে ১০৫৯ রান।
৬. সাকিব আল হাসান (বাংলাদেশ)
৪৭.৫০ গড়ে ৬৬৫ রান এবং ৩৩.৩৭ গড়ে ২৯ উইকেট ।
৭. মুশফিকুর রহিম (বাংলাদেশ)
৫৪.৭১ গড়ে ৭৬৬ রান এবং ১২টি ক্যাচ, ২টি স্টাম্পিং
৮. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)
২৬.৩৪ গড়ে ২৬ উইকেট।
৯. নাথান লায়ন (অস্ট্রেলিয়া)
২২.৯১ গড়ে ৬০ উইকেট
১০. জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)
১৬.৮৬ গড়ে ৫১ উইকেট।
১১. কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)
২০.৯৬ গড়ে ৫৪ উইকেট
সূত্র : দ্য গার্ডিয়ান
//এমআর