আবারও করা যাচ্ছে বেঙ্গল উৎসবের নিবন্ধন
প্রকাশিত : ০১:৩২ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৭ বুধবার
‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব’ শুরু হয়েছে ২৬ ডিসেম্বর থেকে। অনুষ্ঠানটি নিয়ে দর্শকদের আগ্রহ অনেক। প্রতিবারই এটি উপভোগ করতে দর্শকদের অনেক চাপ থাকে। আর এ জন্য বিনামূল্যে অনলাইনে নিবন্ধন করতে হয় নির্দিষ্ট তারিখের মধ্যে। এরপরেও নিবন্ধন করতে না পেরে অনেক শ্রোতা-দর্শকদের আক্ষেপ থেকে যায়।
এবারও এই উৎসবের নিবন্ধন প্রক্রিয়া শুরু হয় ১৮ ডিসেম্বর থেকে।
২৬ ডিসেম্বর উদ্বোধনি উৎসবের প্রথম রাতে শ্রোতা-দর্শক উপস্থিতি অনেকটা কম ছিলো। এর কারণ হিসেবে অনেক আগ্রহী দর্শক ভ্যানু ও নিবন্ধনের তারিখের বিষয়টি না জানার অভিযোগ করেছেন। সব কিছু বিবেচনায় এনে আয়োজক কর্তৃপক্ষ ২৭ ডিসেম্বর থেকে আবারও নিবন্ধন প্রক্রিয়া চালু করেছে।
আজ থেকে আবারও আয়োজক বেঙ্গল ফাউন্ডেশনের ওয়েবসাইট https://registration.bengalclassicalmusicfest.com/ -এ গিয়ে নিবন্ধন করা যাবে।
উল্লেখ্য, বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে ৬ষ্ঠ বারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব’। সংগীত জাগায় প্রাণ- এ প্রতিপাদ্য সামনে রেখে ২৬ ডিসেম্বর, মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ধানমন্ডির আবাহনী মাঠে শুরু হয় পাঁচ দিনব্যাপী এ উৎসব। উৎসবের উদ্বোধনী পর্বেই ড. এল সুব্রামানিয়াম বেহালায় আভোগী রাগ পরিবেশন করেন। তার সঙ্গে মৃদঙ্গমে সঙ্গত করেন শ্রী রামামূর্তি ধুলিপালা, তবলায় ছিলেন পণ্ডিত তন্ময় বোস এবং মোরসিং-এ ছিলেন সত্য সাই ঘণ্টশালা।
এরপরেই অর্কেস্ট্রা পরিবেশন করতে মঞ্চে আসে উৎসবের অন্যতম আকর্ষণ আস্তানা সিম্ফনি ফিলহারমোনিক।
রাত ১০টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব ২০১৭’- এর। এসময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। মঞ্চে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, আবাহনী লিমিটেডের সভাপতি সালমান এফ রহমান এবং বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের।
উৎসবের প্রথম রাতে আরও পরিবেশন করেন রাজরূপা চৌধুরী (সরোদ), বিদূষী পদ্মা তালওয়ালকর (খেয়াল), ফিরোজ খান (সেতার), সুপ্রিয়া দাস (খেয়াল), রাকেশ চৌরাসিয়া (বাঁশি) ও পূর্বায়ণ চ্যাটার্জি (সেতার)।
এসএ/