কুকের শতকে ঘুরে দাঁড়ালো ইংল্যান্ড
প্রকাশিত : ০৩:৩৩ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৭ বুধবার | আপডেট: ১২:১৪ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার
প্রথম তিন টেস্ট হেরে ইতোমধ্যে অ্যাশেজ সিরিজ হেরে বসে আছে ইংল্যান্ড। এবারের অ্যাশেজটা যেনো দু:স্বপ্নের মতো কাটছে জু রুটের দলের। মেলবোর্নে চতুর্থ টেস্টেও শুরুটা হয়েছিলো বাজে।
তবে দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়িয়েছে ইংলিশরা। ভালো অবস্থানে থাকা স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৩২৭ রানে অলআউট করে দিয়েছে তারা। আর ব্যাট করতে নেমে ২ উইকেটে ১৯২ রানে দ্বিতীয় দিন শেষ করেছে ইংল্যান্ড। দুর্দান্ত এক সেঞ্চুরি করে অপরাজিত আছেন অ্যালিস্টার কুক। অর্ধশত রান থেকে এক রান দূরে থেকে দিন শেষ করেছেন অধিনায়ক রুট।
এর আগে ৩ উইকেটে ২৪৪ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। ভালো অবস্থানে থেকেও খুব বেশি দূর যেতে পারেনি স্টিভ স্মিথরা। ৩২৭ রানেই গুটিয়ে গেছে অজিরা। স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন ও ক্রিস ওয়াকসের দুর্দান্ত বোলিংয়ে ৬৭ রানে শেষ ৭ উইকেট হারায় অস্ট্রেলিয়া। প্রথম দিনেই সেঞ্চুরি করেছিলেন ডেভিড ওয়ার্নার। এছাড়া অজিদের প্রথম ইনিংসে স্টিভ স্মিথ ৭৬ ও শন মার্শ ৬১ রানের ইনিংস খেলেন।
ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড ৪টি, অ্যান্ডারসন ৩টি ও ক্রিস ওয়াকস ২টি উইকেট দখল করেন।
সূত্র : ক্রিকইফো
/এমআর