ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

‘ ব্যাংক অভিমুখী মিছিল করা বোকামী’

প্রকাশিত : ০৯:০৭ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৭ বুধবার

বাংলাদেশ ব্যাংক অভিমুখে মিছিল নিয়ে যাওয়া বোকামী বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।

ব্যাংক ও অর্থিক প্রতিষ্ঠানের চুরি, দুর্নীতি, লুটপাট ও অর্থপাচার বন্ধের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও গণতান্ত্রিক বাম মোর্চা বাংলাদেশ ব্যাংক অভিমুখে এ  বিক্ষোভ মিছিল বের করে। প্রেসক্লাবের সামনে থেকে শুরু হওয়া এ মিছিল দৈনিক বাংলার মোড়ে যেতেই পুলিশের বাধার মুখে পড়ে। সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয় বিক্ষোভ কর্মসূচি। সেই কর্মসূচি নিয়ে বলতে গিয়েই অর্থমন্ত্রী এমন মন্তব্য করেন।

দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ব্যাংক ও অর্থিক প্রতিষ্ঠানের কিছু অনিয়ম থাকতে পারে। এইসবের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের কিছু ত্রুটি থাকতে পারে। তাই বলে কেন্দ্রীয় ব্যাংকের কার্যালয় ঘেরাও করতে যাওয়াটা বোকামি। এটা ননসেন্সের মতো কাজ।

মন্ত্রী বলেন,  সিপিবি-বাসদের মতো কয়েকটি রাজনৈতিক দলে দুই চারজন নেতা আছেন, তারাই এই অযৌক্তিক কাজ করেন। আর কেউ তাদের সঙ্গে থাকেন না।  দুই চারজন মানুষ নিয়ে এভাবে অযৌক্তিক কর্মকাণ্ড করা ছেলে খেলার মতোই। অর্থমন্ত্রী বলেন, লাল পতাকা হাতে তারা বেঁচে থাকার জন্যই এমন কাজ করেন।

 

আরকে//এসএইচ/