ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

সূচক ও লেনদেন কমেছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে

প্রকাশিত : ০৪:১৬ পিএম, ১৯ এপ্রিল ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৪:১৬ পিএম, ১৯ এপ্রিল ২০১৬ মঙ্গলবার

সূচক ও লেনদেন কমেছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। একইসঙ্গে দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া ৩২১টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৭২টি, কমেছে ২১৬টির, আর ৩৩টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৩৩৯ কোটি ৯৫ লাখ টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ৩৩ পয়েন্ট কমে নেমে আসে ৪ হাজার ৩৫৭ পয়েন্টে। অন্যদিকে, সূচক কমেছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৪২টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৫০টির, কমেছে ১৫৬টির, আর ৩৬টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ২১ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।