ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

নির্বাচনে না এলে বিএনপি মুসলিম লীগ হয়ে যাবে: মায়া

প্রকাশিত : ০৯:৩৯ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৭ বুধবার

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ২০১৮ সালের নির্বাচনে বিএনপি যদি অংশ গ্রহণ না করে তাহলে তারা মুসলিম লীগ হয়ে যাবে। তবে আমার বিশ্বাস তারা নির্বাচনে আসবে। যদি না আসে তাহলে তাদের অস্তিত্বই থাকবে না।

বুধবার ২৭ ডিসেম্বর ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) শ্রমিক কর্মচারি লীগের আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী উপস্থিত শ্রমিক কর্মচারিদের উদ্যেশ্য করে বলেন, শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে। তাই আপনারা গ্রামে গঞ্জে যান। সেখানে সাধারণ মানুষকে উন্নয়নের কথা বলেন। আপনারা যদি তাদেরকে বলেন তাহলে তারা আপনাদের কথা শুনবে। দেশের যে উন্নয়ন হচ্ছে সেটা মানুষের মগজের মধ্যে ঢুকিয়ে দেবেন।

তিনি বলেন, ২০১৮ সাল আওয়ামী লীগের জন্য অত্যান্ত কঠিন একটি বছর। শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে। গ্রামে গিয়ে বলবেন শেখ হাসিনা সরকার বার বার দরকার। শেখ হাসিনা থাকলে দেশ থাকবে। সময় বেশি নেই। আর মাত্র নয় মাস। এই নয় মাসে ঘরে বসে থাকলে চলবে না। প্রত্যেকেই আওয়ামী লীগকে বিজয় করার জন্য আগ্রাণ চেষ্টা করে যেতে হবে।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠতি হবে। আমরা এই নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয় লাভ করবো। তারা বলেছিল শেখ হাসিনাকে দেশ ছাড়া করবে। আমি বলি আল্লাহ বড় কথা পছন্দ করেন না।

ডিপিডিসি শ্রমিক কর্মচারী লীগ এর সভাপতি মো. আমিনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান, জাতীয় শ্রমিক লীগের সভাপতি আলহাজ্ব শুক্কুর মাহামুদপ্রমুখ। অনুষ্ঠানে বিদ্যুত বিভাগের শ্রমিক-কর্মচারীদের ১৭ দফা দাবির বিষয়ে কথা বলা হয়। এ সময় মন্ত্রী তাদের দাবির সঙ্গে একাত্বতা ঘোষণা করে দাবি পূরণের আশ্বাস দেন।

 

 

এসি/