ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মেধার ভিত্তিতে বৃত্তি পাবে ৮২ হাজার ৫শ শিক্ষার্থী

প্রকাশিত : ০৪:১৯ পিএম, ১৯ এপ্রিল ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৪:১৯ পিএম, ১৯ এপ্রিল ২০১৬ মঙ্গলবার

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মেধার ভিত্তিতে,বৃত্তির  দেয়ার সংখ্যা ৫৫ হাজার থেকে আরো ২৭ হাজার ৫ শ বাড়িয়ে, সর্বমোট ৮২ হাজার ৫শ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ে সংবাদ সম্মেলনে, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান। শুধু তাই নয়, বৃত্তিপ্রাপ্তদের সংখ্যা বাড়ার পাশাপাশি বৃত্তির অর্থের পরিমানও বাড়ানো হচ্ছে। আগে, ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদের এখন, বৃত্তি প্রতিমাসে ২ শ টাকা থেকে বাড়িয়ে ৩ শ টাকা এবং সাধারণ বৃত্তিতে দেড় শ থেকে ২ শ ২৫ টাকা দেয়া হবে।