৬ পৌরসভা ও ৩৭ ইউনিয়নে বৃহস্পতিবার ভোট
প্রকাশিত : ১১:৪৭ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৭ বুধবার | আপডেট: ১১:০৭ এএম, ২৮ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দেশের ৬টি পৌরসভা এবং ৩৭টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সকাল ৮টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত স্থানীয় সরকারের এসব প্রতিষ্ঠানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
পৌরসভাগুলো হলো- পঞ্চগড় জেলার বোদা পৌরসভা, দিনাজপুরের বিরল, রাজশাহীর বাঘা, নাটোরের বনপাড়া, ফরিদপুরের আলফাডাঙা, জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা।
যেসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেগুলো হলো- নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও এবং জোয়ারী, দিনাজপুরের বিরল উপজেলার রাজারামপুর, গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী, কেডিকে ও মনোহরপুর, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর, বুড়াইচ ও গোপালপুর, শরীয়তপুরে জাজিরা উপজেলার মুলনা, ভোলার চরফ্যাশন উপজেলার জিন্নাগড়, নীলকমল ও আমিনাবাদ, পটুয়াখালীন দশমিনা উপজেলার রণগোপালদী, হবিগঞ্জের সদর উপজেলার নুরপুর ও ব্রাহ্মণডোরা, মৌলভীবাজার জুড়ী উপজেলার ফুলতলা, কুমিল্লার লাকসাম উপজেলার বাকই দক্ষিণ, মুদাফ্ফরগঞ্জ উত্তর ও মুদাফ্ফরগঞ্জ দক্ষিণ, লাঙ্গলকোর্ট উপজেলার দৌলখাড়, রায়কোট উত্তর, রায়কোট দক্ষিণ, আদ্রা উত্তর, আদ্রা দক্ষিণ, জোড্ডা পূর্ব, জোড্ডা পশ্চিম ও বটতলী, দাউদাকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ, বারপাড়া ও দৌলতপুর, লালমাই উপজেলার বাকই উত্তর, নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই, নোয়াখালী ও ধর্মপুর এবং লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলেকজান্ডার।
আর