৫০তম মঞ্চায়নে ‘রুপচাঁন সুন্দরীর পালা’
প্রকাশিত : ০২:৩৪ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার
বঙ্গলোকের প্রথম প্রযোজনা ‘রুপচাঁন সুন্দরীর পালা’র ৫০তম মঞ্চায়ন হতে যাচ্ছে। আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় এটি মঞ্চায়ন হবে।
সম্পূর্ণ কিশোরগঞ্জের ভাষায় এই পালাটি রচিত হয়েছে। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন সায়িক সিদ্দিকী। সায়িক সিদ্দিকীর একক অভিনয়ে নাটকটি মঞ্চায়িত হবে।
পাশাপাশি নাটকে দোহার হিসেবে থাকছেন জিয়াউল হক সোহাগ, রাজিব রাজ, তানভীর সামদানী ও রবিন বসাক যাঁদের রয়েছে এ নাটকে গুরুত্বপূর্ণ ভূমিকা।
১৬ বছরের যুবতী কন্যা রুপচাঁন সুন্দরী। যার প্রণয় হয় মজলিসপুর গ্রামের যুবক সুজনের সাথে। মা হারা এই মেয়ের ঘরে রয়েছে সৎ মা। রুপচাঁন আর সুজনের প্রেমের শেষ পরিনতি হিসাবে তাদের বিয়ে হয়। রুপচাঁনের সৎ মায়ের ভাই-এর ছেলে সেফা মিয়ার পরামর্শে রুপচাঁনের সৎ মা বিয়ের দিন রুপচাঁন আর সুজন কে বাড়িতে রেখে দেয়। বাসর রাতে সুজনকে খাওয়ানোর জন্য রুপচাঁনের মা রুপচাঁনের হাতে তুলে দেয় বিষ মিশানো সরবতের গ্লাস। বাসর রাতেই সেই বিষ মিশানো সরবত খেয়ে সুজন মারা যায়। ওই রাতেই রুপচাঁনের বাবাকে মেরে কন্যাকে তুলে নিয়ে যায় দুর্বৃত্ত সেফা মিয়া তার নিজের বাড়িতে নিয়ে রুপচাঁনকে ধর্ষণ করে ফেলে রেখে যায়। রূপচাঁন এই লজ্জা সইতে না পেরে আত্মহত্যা করে।
নাটকের আবহ সংগীতে আছেন বিশ্বজীত (বাঁশী), তন্ময় ঘোষ (ঢোল), সত্যব্রত দাস মিঠুন (কন্ঠসংগীত), তানভীর সামদানী (দোতারায়)। এ ছাড়া আলোক সজ্জায় হেনরী সেন, পোশাক পরিকল্পনায় রবিন ঘোষ এবং মিলনায়তন ব্যাবস্থাপনায় থাকছেন রাজিব রাজ।
এসএ/