ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

কোনো মেজর বা কর্নেলের ডাকে স্বাধীনতা আসেনি: শেখ সেলিম

প্রকাশিত : ০৩:১৭ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৪:৪৫ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার

কোনও মেজর বা কর্নেলের ডাকে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

বিজয় দিবস উপলক্ষে আওয়ামী যুবলীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

বঙ্গবন্ধুর নেতৃত্বের বিচক্ষণতার বিষয় তুলে ধরে শেখ সেলিম বলেন, বঙ্গবন্ধু একইসঙ্গে অসহযোগ ও স্বশস্ত্র  আন্দোলনের পথ বেছে নিয়েছিলেন। অন্যদিকে নেতাজী সুভাষ বসু শুধু সশস্ত্র বিপ্লবের পথ বেছে নিয়েছিলেন। আর মহাত্মা গান্ধী শুধু অসহযোগ করতে ডাক দিয়েছিলেন। তাই তারা সফল হননি। কিন্তু বঙ্গবন্ধু একইসঙ্গে দুটি পথ বেছে নিয়েছিলেন।

সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বের কোথাও পরাজিতদের দেশে থাকার অধিকার দেওয়া হয়না। কিন্তু জিয়াউর রহমান তাদের এ দেশে রাজনীতি করার অধিকার দিয়ে পুনর্বাসিত করেছে। এদেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন জিয়াউর রহমান।

বিএনপির উদ্দেশ্যে এই রাজনীতিবিদ বলেন, কোথায় ছিল তোমাদের আইনের শাসন? যখন জিয়াউর রহমান দেশকে সেনা শাসন দিয়ে টুঁটি চেপে ধরেছিল?

আগামী নির্বাচন নিয়ে বিএনপির উদ্দ্যেশ্য বলতে গিয়ে তিনি বলেন, তোমরা রাজনীতি কর আর না কর নির্বাচন ঠেকাতে পারবেনা।

বাংলাদেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর একক নেতৃত্বের কথা বলতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশ নামটাও বঙ্গবন্ধুর দেওয়া।

উল্লেখ্য শেখ ফজলুল করিম সেলিম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট রাতে বঙ্গবন্ধুকে হত্য করার আগ মুহুর্তে তার বড় ভাই শেখ ফজলুল হক মণিকে হত্যা করা হয়।