ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

বডি বিল্ডিংয়ে তরুণ সমাজের এগিয়ে আসা উচিত: আদম তমিজি হক

প্রকাশিত : ০৭:১৫ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৭:২৫ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার

এ টি হক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজি হক বলেছেন, বাংলাদেশের ক্রীড়া সেক্টর অবহেলিত। অথচ সুস্থ্য সবল জাতি গঠনে খেলাধূলার বিকল্প নেই। বডিবিল্ডিংয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দেশের তরুণ সমাজকে উৎসাহিত করতে সবার প্রতি আহবান জানান তিনি।

বৃহস্পতিবার রাজধানীর ক্রীড়া পরিষদ মিলনায়তনে বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশন আয়োজিত মি. কুকী অ্যান্ড এম ফিটনেস ক্লাসিক বডিবিল্ডিং প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান এ টি হক লিমিটেড। 

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি আদম তমিজি হকের জন্মদিন উপলক্ষে কেক কাটেন বডি বিল্ডিং ফেডারেশনের নেতারা। 

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগে মনোনয়ন প্রত্যাশী তরুণ এই ব্যাবসায়ী এক প্রশ্নের জবাবে একুশে টেলিভিশন অনলাইনকে বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি। জননেত্রী শেখ হাসিনা আমাকে দেশের কল্যাণে যা করতে বলবেন আমি তাই করব।

প্রসঙ্গত, সমাজেরর সুবিধাবঞ্চিত মানুষদের জন্য নানা উদ্যোগ নিয়ে এরইমধ্যে প্রশংসা কুড়িয়েছেন তরুণ এই সমাজকর্মী।

 

আর / এআর