ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

দিনাজপুরের লিচু বাগানগুলোতে থোকায় থোকায় মুকুল

প্রকাশিত : ০৯:২৮ এএম, ২০ এপ্রিল ২০১৬ বুধবার | আপডেট: ০৯:২৮ এএম, ২০ এপ্রিল ২০১৬ বুধবার

দিনাজপুরের লিচু বাগানগুলোতে থোকায় থোকায় শোভা পাচ্ছে মুকুল। গেলো মৌসুমের তুলনায় এবার লিচুর বাগানও বেড়েছে অনেক। আবহাওয়া অনুকূলে থাকলে দিনাজপুরে এবার লিচুর বাম্পার ফলন হবে বলে আশা করছেন চাষীরা। লিচুর মুকুলের মিষ্টি সুবাসে সুরভিত মাসিমপুর, মাধববাটী, কাহারোল, বীরগঞ্জ, ও বিরামপুরের চারপাশ। দিনাজপুরের বেদেনা, চায়না থ্রি, বোম্বাই, মাদ্রাজি লিচুর খ্যাতি দেশব্যাপী। এখানকার লিচু সরবরাহ করা হয় রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে। চাহিদা বেশি ও লাভজনক হওয়ায় এই মৌসুমী ফলের আবাদ প্রতিবছরই বাড়ছে। ভালো ফলন পেতে বাগানগুলো পরিচর্যায় এখন ব্যস্ত চাষীরা। বাগান মালিকদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে বলে জানালেন কৃষি কর্মকর্তা। চলতি মৌসুমে দিনাজপুরে ৪ হাজার ১শ’ ৩৮ হেক্টর জমিতে লিচুর বাগান গড়ে উঠেছে।