ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

এয়ার এশিয়ায় ছাড় পাবে বাংলালিংকের গ্রাহকরা

প্রকাশিত : ০৯:০৮ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৭:৩৫ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৭ শনিবার

এয়ার এশিয়ায় ভ্রমণে ১০ শতাংশ ছাড় পাবেন বাংলালিংকের প্রিয়জন গ্রাহকেরা আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত এয়ার এশিয়ার বেস ফেয়ারের ওপর এ ছাড় পাবেন প্রিয়জন গ্রাহকেরা এছাড়াও আইকন গ্রাহকেরা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সপ্তাহের শুক্র ও শনিবার ১৮ হাজার পাঁচশ টাকায় পাবেন ঢাকা-কুয়ালামপুর-ঢাকার টিকেন্ট

এ বিষয়ে বাংলালিংক এবং এয়ার এশিয়ার মধ্যে বৃহস্পতিবার এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এ চুক্তির আওতায় এসব সুবিধা পাবেন বাংলালিংকের প্রিয়জন ও আইকন গ্রাহকেরা। তবে ঢাকা-কুয়ালালামপুর রুটের বিশেষ ভাড়া শুধুমাত্র রাউন্ড ট্রিপ এবং সিট খালি থাকা সাপেক্ষে প্রযোজ্য হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, এ সুবিধা পেতে গ্রাহকদের তাদের মুঠোফন থেকে “airasia” লিখে এসএমএস করতে হবে ২০১২ নম্বরে। ফিরতি এসএমএসে গ্রাহকেরা পাবেন একটি ডিসকাউন্ট কোড। এয়ার এশিয়ার বনানী, মতিঝিল এবং উত্তরার কাউন্টারসমূহে প্রদর্শন করে উপরোক্ত ছাড় উপভোগ করা যাবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের হেড অফ কাস্টমার লাইফ সাইকেল ম্যানেজমেন্ট  সুজয় বণিক, হেড অফ লয়ালটি এন্ড পার্টনারশিপ মোহাম্মদ খালেদুল হাসান এবং লয়ালটি এন্ড পার্টনারশিপ ম্যানেজার নাহিন আহমেদ জিসান। এছাড়া উপস্থিত ছিলেন টোটাল এয়ার সার্ভিসেস লিমিটেড (জিএসএ- এয়ার এশিয়া) ডিরেক্টর এবং সিইও মোরশেদুল আলম চাকলাদার, চিফ অপারেটিং অফিসার নেহাল আহমেদ এবং সিনিয়র সেলস এক্সিকিউটিভ সৌমেন বড়ুয়া।   

বাংলালিংকের হেড অফ কাস্টোমার লাইফসাইকেল ম্যানেজমেন্ট সুজয় বণিক বলেন, “গ্রাহকদের সন্তুষ্টিকে বাংলালিংক সবসময় অগ্রাধিকার দিয়ে থাকে। আমরা প্রতিনিয়ত গ্রাহকদের এমন অফার দিতে চেষ্টা করি যা তাদের জীবনযাত্রাকে আরও সহজ ও সুলভ করে তুলতে পারে। এয়ার এশিয়ার সাথে চুক্তির মাধ্যমে প্রিয়জন গ্রাহকদের ভ্রমণে বিশেষ ডিসকাউন্টের সুযোগ দিতে পেরে আমরা আনন্দিত।”

এয়ার এশিয়ার ডিরেক্টর এবং সিইও মোরশেদুল আলম চাকলাদার বলেন, “ বাংলালিংকের সাথে আমাদের এই চুক্তির ফলে প্রিয়জন গ্রাহকরা আমাদের সেবার ক্ষেত্রে বিশেষ মূল্য ছাড় পাবেন। এটি তাদের ভ্রমণকে আরও উপভোগ্য করবে বলে আশা করি।”

//এস এইচ এস//