পরিচালক অনন্য মামুনের সদস্যপদ স্থগিত
প্রকাশিত : ০৯:৩৭ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার
মালয়েশিয়ায় গত ২৪ ডিসেম্বর আদম পাচারের অভিযোগে আটক চিত্রপরিচালক অনন্য মামুনের সদস্য পদ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পরিচালক সমিতির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বর্তমানে মালয়েশিয়ার কারাগারে থাকা মামুন দেশের ভাবমূর্তি নষ্ট করেছেন উল্লেখ করে পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, একজন পরিচালক আদম পাচারের মতো কাজ করবে এটা মেনে নেওয়া যায় না। সে আমাদের লজ্জিত করেছে। চলচ্চিত্রের মানুষদের ছোট করেছে। দেশর ভাবমূর্তি নষ্ট করেছে। আমরা তাই তার বিরুদ্ধে প্রাথমিক এই সিদ্ধান্ত নিলাম। পুরো বিষয়টি জানার পর তার বিরুদ্ধে আরও কঠোর সিদ্ধান্ত আসতে পারে।
এ প্রসঙ্গে সমিতির কার্যকরি পরিষদের সদস্য আলমগীর হোসেন বলেন, আমরা সততার সঙ্গে কাজ করার চেষ্টা করি। কিন্তু কিছু পরিচালকের কারণে গোটা চলচ্চিত্র অঙ্গন আজ প্রশ্নের সম্মুখিন। তাই এদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া উচিৎ বলে আমি মনে করি।
এর আগেও পরিচালক অনন্য মামুন সমিতি থেকে নিষিদ্ধ হয়েছিলেন। জাল সার্টিফিকেট দিয়ে সমিতির সদস্য হওয়ার অভিযোগে তার সদস্য পদ স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে ক্ষমা চেয়ে আবার সদস্য পদ ফিরে পান।
এসি/ এসএইচ