ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

নিজের জন্মদিনে নাচলেন সালমান (ভিডিও)

প্রকাশিত : ১০:২৭ এএম, ২৯ ডিসেম্বর ২০১৭ শুক্রবার

বলিউড ভাইজান সালমান খান গত বুধবার জন্মদিন উদযাপন করেছেন। মুম্বাইতে প্রিয়জনদের নিয়ে পার্টি করেছেন তিনি। যেখানে উপস্থিত ছিলো সালমানের সাবেক বন্ধবীরাও। আর ওই অনুষ্ঠানেই সাল্লু মিঞার নাচের একটি বিশেষ মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।

পানভেলের ফার্ম হাউজে বার্থডে পার্টির আয়োজন করেছিলেন সালমান। একটু রাত করেই বন্ধুদের নিয়ে সেখানে পৌঁছান তিনি। বার্থ-ডে স্পেশাল প্লে-লিস্টে ছিল তাঁরই সিনেমা ‘সুলতান’-এর গান ‘বেবি কো বেস পছন্দ হ্যায়’। পর্দায় সালমানকে এই গানে পারফর্ম করতে দেখা গেছে।

তবে তাঁর বার্থডে পারফরম্যান্সও দারুণ। ভিডিও দেখার পর বলিউড মহলের একটা বড় অংশ তেমনটাই মনে করছেন।

সূত্র : জি নিউজ

ভিডিও টি দেখতে ক্লিক করুন :

এসএ/