ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

বঙ্গবন্ধুর আদর্শে দেশ সেবা করতে চান আদম তমিজি হক

আলী আদনান

প্রকাশিত : ০৪:১১ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৭ শুক্রবার

আজীবন বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশের জন্য কাজ করে যেতে চান অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী হক গ্রুপের কর্ণধার আদম তমিজি হক।  

তিনি বিশ্বাস করেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ তথা মহান মুক্তিযুদ্ধের আকাংখিত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কোনো বিকল্প নেই।

একুশে টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। আলাপকালে তিনি তুলে ধরেন হক গ্রুপের ব্যবসায়িক সফলতার কথা। আর্তমানবতার সেবায় বিভিন্ন দুর্যোগে হক গ্রুপের এগিয়ে আসার কথা।

আদম তমিজি হক জানান, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বিস্কুট উৎপাদনকারী প্রতিষ্ঠান হক গ্রুপ। ১৯৪৭ সালে পরিবেশক হিসেবে যাত্রা শুরু হয় হক গ্রুপের। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বিস্কুটসহ একশটিরও বেশি পণ্য উৎপাদনে সুনামের সঙ্গে এগিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। হক গ্রুপের উৎপাদিত পণ্য বর্তমানে বিশ্বের চব্বিশটি রাষ্ট্রে রফতানি হচ্ছে।

শুধু ব্যবসায়িক সমৃদ্ধিই নয়। কর্মসংস্থান সৃষ্টিতেও ব্যপক ভূমিকা রেখে চলেছে তমিজি হকের প্রতিষ্ঠান। বর্তমানে পনের হাজার নিয়মিত কর্মকর্তা কর্মচারী রয়েছে হক গ্রুপে।

আদম তমিজি হক ২০১০ সালে কোম্পানীর হাল ধরেন। ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব তুলে নেন। এরআগে তিনি লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বিষয়ে উচ্চতর পড়াশুনা শেষ করেন। তবে তিনি অন্য অনেকের মত বিদেশে স্থায়ী আবাস গড়েননি। স্বাধীনচেতা ও আত্মসম্মান বোধসম্পন্ন আদম তমিজি হক দেশ সেবার নেশায় ছুটে আসেন দেশে। হাল ধরেন বাবার ব্যবসার।

আদম তমিজি জানান, তিনি অন্য অনেক শিল্পপতিদের মতো শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে চান না। তিনি ব্যবসার পাশাপাশি দেশের জন্য কিছু করতে চান। তার বিশ্বাস, যে জীবন মানুষের কল্যাণে ভূমিকা রাখতে পারেনা সে জীবন অর্থহীন। আর রাজনৈতিক সচেতনতা সেই কাজে পরিপূর্ণতা দেয়।

মানুষ ও দেশের সেবায় কাজ করা তমিজি হকের নিকট নেশার মতো।  তাইতো তিনি বসে থাকেন না বন্যা, শৈত্য প্রবাহের সময় তিনি অনাথ ও দুস্থদের পাশে গিয়ে দাঁড়ান।

রোহিঙ্গা সংকটে তিনি প্রতি সপ্তাহে ট্রাক ভর্তি ত্রাণ পাঠাচ্ছেন কুতুপালংয়ে। প্রচারবিমুখ আদম তমিজি হক প্রতি ঈদে ৫ হাজারের বেশি শিশুকে ঈদ বস্ত্র দিয়ে তাদের মুখে হাসি ফুটানোর চেষ্টা করেন। শিক্ষানুরাগী আদম তমিজি নীরবে পৃষ্ঠপোষকতা করেন অসংখ্য স্কুল- কলেজ- এতিমখানার। দেশের শিক্ষা ব্যবস্থাকে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলার উপযোগী করতে  শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দিয়ে যাচ্ছেন কম্পিউটার সরঞ্জামাদি।

দেশের বাইরেও তিনি তার দরাজ হস্ত প্রসারিত করেছেন। ফিলিস্তিনের অসহায় পনের জন ছাত্রকে তিনি সম্পূর্ণ নিজের ব্যক্তিগত অর্থায়নে পড়াশুনার খরচ বহন করেন।

হক গ্রুপের কর্ণধার আদম তমিজি হকের জন্মদিন ২৯ ডিসেম্বর। হক গ্রুপের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকীও এইদিন। জন্মদিনে তিনি নিজের ও প্রতিষ্ঠানের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।