ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

আয়ারল্যান্ডের ফুটবল তারকা গিভের জন্মদিন আজ

প্রকাশিত : ০৩:৩৪ পিএম, ২০ এপ্রিল ২০১৬ বুধবার | আপডেট: ০৩:৩৪ পিএম, ২০ এপ্রিল ২০১৬ বুধবার

শে জন জেমস গিভেন আয়ারল্যান্ডের পেশাদার ফুটবল তারকা। ১৯৯৬ সাল থেকে জাতীয় দলের জার্সিতে খেলছেন এই খ্যাতিমান গোলরক্ষক। আর বর্তমানে ক্লাব পর্যায়ে মাঠ মাতাচ্ছেন স্টোক সিটিতে। শে জন জেমস গিভেনের জন্ম দিনে তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু ঘটনা। পুরো নাম শে জন জেমস গিভেন। সবার কাছে গিভের নামেই পরিচিত আয়ারল্যান্ডের এই তারকা ফুটবলার। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি বেশ আগ্রহ ছিলো একজন গোলরক্ষক হয়ে খেলা। আর ১৯৯১ সালে সেলটিক ক্লাবের হয়ে ফুটবল ক্যারিয়ার শুরু করেন তিনি। এই ক্লাবের হয়ে খেলেছেন ১৯৯৪ সাল পর্যন্ত। ১৯৯৪ সালে নতুন করে মাঠে নামেন ব্লাকবার্ন রোভার্সের সার্জি গায়ে। এই ক্লাবের হয়ে খেলেন ১৯৯৭ সাল পর্যন্ত। আর এই ক্লাবের হয়ে মাঝে ধারে খেলেন সুইডন টাউন ও সান্ডারল্যান্ডে। ১৯৯৭ সালে যোগদেন নিউক্যাসেল ইউনাইটেডে। আর এই ক্লাবের হয়ে খেলেন ক্যারিয়ারের সব চেয়ে বেশি ম্যাচ। ২০০৯ সাল পর্যন্ত খেলেন ৩৫৪টি ম্যাচ। ভালো খেলায় ক্যারিয়ারের ডাক পেয়েছেন অনেক ক্লাব থেকে। ২০০৯ সালে খেলেন ম্যানচেস্টার সিটিতে। এছাড়া খেলেছেন অ্যাস্টন ভিলা, মিডেলস্টব্রট ও স্কোট সিটিতে। ২০১৫ সাল থেকে খেলে যাচ্ছে স্টোক সিটির হয়ে। ক্লাব পর্যায়ের পাশাপাশি জাতীয় দলের জার্সিতেও আলো ছড়ান গিভেন। খেলেছেন আয়ারল্যান্ড অনুর্ধ্ব-২১ দলে। আর ১৯৯৬ সাল থেকে খেলে যাচ্ছেন আয়ারল্যান্ডের জাতীয় দলে। জাতীয় দলের জার্সিতে এপর্যন্ত ম্যাচ খেলেছেন ১৩৩টি ম্যাচ।