ঢাকা, রবিবার   ০৭ জুলাই ২০২৪,   আষাঢ় ২২ ১৪৩১

বাংলাদেশের সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার ভারতের পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ০৯:২৭ এএম, ৫ ফেব্রুয়ারি ২০১৬ শুক্রবার | আপডেট: ০৫:০৮ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৬ শুক্রবার

সন্ত্রাস ও উগ্রবাদ মোকাবেলায় বাংলাদেশের সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা সরাজ। জানিয়েছেন, এ’ব্যাপারে সহয়তা দিতে সব সময় ঢাকার পাশে থাকবে নয়াদিল্লি। বৃহস্পতিবার রাতে ভারত সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠকে সুষমা স্বরাজ এ’সব জানান। সন্ত্রাস বিরোধী সেমিনারে যোগ দিতে দুইদিনের সফরে ভারতে গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সুষমা স্বরাজের সঙ্গে শাহরিয়ার আলমের বৈঠকে দ্বিপক্ষীয় সব বিষয়, বিশেষ করে আন্তঃযোগাযোগ, আন্তঃদেশীয় জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে আলোচনা হয়। সুষমা স্বরাজ পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে জানন, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী হিন্দিতে ভাষান্তরের উদ্যোগ নেয়া হয়েছে।