ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

উচ্চাঙ্গসংগীত উৎসবের পর্দা নামছে আজ

প্রকাশিত : ১০:৩৩ এএম, ৩০ ডিসেম্বর ২০১৭ শনিবার

বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত ২০১৭ উৎসবের পর্দা নামছে আজ শনিবার। আজ উৎসবের পঞ্চম ও শেষ দিন। ওড়িশি নাচ, মোহন বীণা, পঞ্ডিতের খেয়াল, সেতার আর চৌরাসিয়ার বাঁশিতে থেমে যাবে সব তরঙ্গ।

ষষ্ঠবারের মতো আয়োজিত এ উৎসবটি এবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ধানমন্ডির আবাহনী মাঠে। আজকের এ উৎসবে সংগীত পরিবেশন করবেন বরেণ্য সব পণ্ডিতেরা। এদিকে প্রথম দুদিনের চেয়ে তৃতীয় ও চতুর্থ দিন জমে উঠেছিল উৎসব। চতুর্থ দিন শুক্রবার বন্ধের দিন হওয়ায় এদিন দর্শক সমাগম ছিল অনেক বেশি।

সন্ধ্যা ৭টায় পরিবেশনার শুরুতে ছিল মণিপুরি, ভরতনাট্যম এবং কত্থক নৃত্য। অংশ নেন সুইটি দাস, অমিত চৌধুরী, স্নাতা শাহরিন, সুদেষ্ণা স্বয়মপ্রভা, মেহরাজ হক, এবং জুয়াইরিয়াহ মৌলি। এরপর সরোদ পরিবেশন করেন বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীরা।

এ দিন পৃথক পৃথক খেয়াল পরিবেশনা নিয়ে মঞ্চে আসেন ওস্তাদ রশিদ খান ও পণ্ডিত যশরাজ। এ ছাড়া ছিল পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদারের সরোদ, ড. মাইশুর মঞ্জুনাথের বেহালা, সাসিকয়া রাও দ্য-হাসের চেলো, এবং পণ্ডিত বুদ্ধাদিত্য মুখার্জির সেতার পরিবেশনা।

এসএ/