ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৫ ১৪৩১

ধুমপান ছাড়তে সহায়ক ই-সিগারেট : গবেষণা

প্রকাশিত : ০৭:৩৮ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৭ শনিবার

ধুমপায়ীদের ধুমপান ছাড়তে সহায়তা করে ইলেকট্রিক সিগারেট বা ই-সিগ। গবেষকদের মতে, ই-সিগারেট অনেক রোগের ঝুঁকিও কমায়। পাশাপাশি ধূমপান ছাড়তে আগ্রহী অনেকেই ধুমপান ছাড়তে আগ্রহী করে তোলে।

যুক্তরাষ্ট্রের মেডিকেল ইউনিভার্সিটি অব সাউথ করোলিনার (এমইউএসসি) গবেষক ম্যাথু কারপেনটার বলেছেন, নিকোটিন গ্রহণের সবচেয়ে ক্ষতিকর মাধ্যম হলো দাহ্য সিগারেট। তবে বিকল্প মাধ্যম যেমন ই-সিগারেটের মাধ্যমেও নিকোটিন গ্রহন করা যায়। এতে ক্ষতির সম্ভাবনা কমে যায় এবং ক্যানসারসহ অন্যান্য ঝুকিও কমে যায়।

গবেষকদের দাবি, দাহ্য সিগারেটের উপযুক্ত বিকল্প হতে পারে ই-সিগারেট। যারা ই-সিগারেট ব্যবহার করেন তারা অনেকেই কম ধুমপান করেন এবং আস্তে আস্তে ধুমপান ছেড়ে দেয়।

সূত্র : জি নিউজ

/এমআর