ঢাকা, বুধবার   ২৬ জুন ২০২৪,   আষাঢ় ১২ ১৪৩১

সাব্বিরের ব্যাপারে বিসিবির সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ১০:৪৬ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৭ শনিবার | আপডেট: ১১:২২ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৭ শনিবার

রাজশাহীতে জাতীয় লিগের শেষ রাউন্ডে এক কিশোরকে মারধরের অভিযোগ উঠেছে জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমানের বিরুদ্ধে। এতে বেশ বিপাকেই পড়েছেন বাংলাদেশ দলের এই তরুণ ব্যাটসম্যান। তার ব্যাপারে আগামী সোমবার সিদ্ধান্ত নেবে বিসিবি।

ম্যাচ রেফারির দেওয়া প্রতিবেদনে দেখা যায়, আচরণবিধির ‘লেভেল-৪’ ভেঙেছেন সাব্বির। এজন্য শাস্তি হিসেবে সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা ও ঘরোয়া ক্রিকেটে বেশ কিছু ম্যাচে নিষিদ্ধ হতে পারেন এই ডানহাতি ব্যাটসম্যান।

তবে শাস্তি আরও বেশিও হতে পারে বলে শোনা যাচ্ছে। বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়তে পারেন সাব্বির। কিংবা অন্তত ছয় মাস নিষিদ্ধ হতে পারেন ঘরোয়া ক্রিকেট থেকে।

 

/এমআর