ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

শিল্পকলায় চলছে শিশু চলচ্চিত্র উৎসব

প্রকাশিত : ১১:৩৫ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৭ শনিবার

রাজধানীর শিল্পকলার জাতীয় চিত্রশালা মিলনায়তনে চলছে ‘বাংলাদেশ শিশু চলচ্চিত্র উৎসব-২০১৭’। আগামীকাল ৩১ ডিসেম্বর পুরস্কার বিতরণীর মাধ্যমে উৎসব শেষ হবে।

গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া এ উৎসবে মোট ৪০টি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা এবং বিশেষ জুরি পুরস্কার প্রদান করা হবে। শিশুতোষ চলচ্চিত্রের ক্ষেত্রে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কারের অর্থমূল্য ১ লাখ টাকা, শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা ৫০ হাজার টাকা ও বিশেষ জুরি পুরস্কার ২৫ হাজার টাকা। শিশু নির্মাতাদের চলচ্চিত্রের ক্ষেত্রে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কারের অর্থমূল্য থাকবে ৫০ হাজার টাকা, শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা ৩০ হাজার টাকা ও বিশেষ জুরি পুরস্কার ২০ হাজার টাকা।

২৮ ডিসেম্বর অনুষ্ঠান উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। এছাড়া উৎসবের অন্যান্য দিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী মুস্তাফা মানোয়ার, চলচ্চিত্র সংগঠক মুনিরা মোরশেদ মুন্নি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী প্রমুখ।

 

/ডিডি/টিকে