ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

বিএসএমএমইউতে ৩০ জনবল নিয়োগ

প্রকাশিত : ০১:২৪ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৭ রবিবার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ১৫ টি পদে ৩০ জনকে নিয়োগ দেবে। আগ্রহ ও যোগ্যতা থাকলেও আপনিও আবেদন করতে পারেন।

পদের নাম ও পদসংখ্যা

১) নির্বাহী প্রকৌশলী (সিভিল-০১ টি

শিক্ষাগত যোগ্যতা

পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে সিভিল বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এবং সব পাবলিক পরীক্ষায় কমপক্ষে ২ শ্রেণি বা বিভাগ বা সমমানের রেজাল্ট থাকতে হবে।

২) মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার ( নেটওয়ার্ক)-০১ টি

শিক্ষাগত যোগ্যতা

পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।

৩) সহকারী প্রোগ্রামার-০১ টি

শিক্ষাগত যোগ্যতা

সব পাবলিক পরীক্ষায় কমপক্ষে ২ শ্রেণি বা বিভাগ বা সমমানের রেজাল্টসহ পাবলিক বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন কম্পিউটার সায়েন্স বিষয়ে ডিগ্রি।

৪)সহকারী প্রকৌশলী( সিভিল)-০২ টি

শিক্ষাগত যোগ্যতা

পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে সিভিল বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এবং সকল পাবলিক পরীক্ষায় কমপক্ষে ২ শ্রেণি বা বিভাগ বা সমমানের রেজাল্ট থাকতে হবে।

৫) সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)-০২ টি

শিক্ষাগত যোগ্যতা

পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এবং সকল পাবলিক পরীক্ষায় কমপক্ষে ২ শ্রেণি বা বিভাগ বা সমমানের রেজাল্ট থাকতে হবে।

৬) অডিট অফিসার-০২ টি

শিক্ষাগত যোগ্যতা

পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে ৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রি বা স্নাতকোত্তর ডিগ্রি এবং সকল পাবলিক পরীক্ষায় কমপক্ষে ২য় শ্রেণি বা বিভাগ বা সমমানের রেজাল্ট থাকতে হবে।

৭) উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)-০৪ টি

শিক্ষাগত যোগ্যতা

কোন স্বীকৃতপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং-এ বিষয়ে ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি এবং সকল পাবলিক পরীক্ষায় কমপক্ষে ২ শ্রেণি বা বিভাগ বা সমমানের রেজাল্ট থাকতে হবে।

৮) প্লাম্বার-০৫ টি

যোগ্যতা

নূন্যতম এসএসসি বা সমমান এবং ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট হতে নূন্যপক্ষ্যে ৬ মাসের  প্রশিক্ষণ। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে ১ এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 

৯) থাই এলুমিনিয়াম মিস্ত্রী-০১ টি

যোগ্যতা

নূন্যতম এসএসসি বা সমমান এবং ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে অন্যূন ৬ মাসের  প্রশিক্ষণ। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

১০) রাজমিস্ত্রী-০১ টি

যোগ্যতা

অন্যূন এসএসসি বা সমমান এবং সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

১১) রঙ মিস্ত্রী-০১ টি

যোগ্যতা

নূন্যপক্ষে এসএসসি বা সমমান এবং সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

 ১২) সাব স্টেশন টেকনিশিয়ান-০১ টি

নূন্যতম এসএসসি বা সমমান এবং ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট হতে নূন্যপক্ষ্যে ৬ মাসের  প্রশিক্ষণ।এছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বৈদ্যুতিক লাইসেন্সিং বোর্ড হতে এবিসি লাইসেন্সপ্রাপ্ত হতে হবে।

১৩) ইলেক্ট্রিশিয়ান-৪ টি

নূন্যতম এসএসসি বা সমমান এবং ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট হতে নূন্যপক্ষ্যে ৬ মাসের  প্রশিক্ষণ।এছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে ১ এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

অথবা

অষ্টম শ্রেণি পাশ এবং বৈদ্যুতিক লাইসেন্সিং বোর্ড হতে এবিসি লাইসেন্সপ্রাপ্ত হতে হবে।এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

১৪) জেনারেটর অপারেটর-০৩ টি

যোগ্যতা

নূন্যতম এসএসসি বা সমমান এবং সংশ্লিষ্ট বিষয়ে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট হতে নূন্যপক্ষ্যে ৬ মাসের  প্রশিক্ষণ।এছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে ২ এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

১৫) কম্পিউটার অপারেটর-০১ টি

যোগ্যতা

স্নাতক বা সমমানের ডিগ্রি। কোন স্বীকৃত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটার হার্ডওয়ার এবং সফটওয়ার বিষয়ে ন্যূনতম ১ এক বছরের প্রশিক্ষণ কোর্স পাশ। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে ১ বছরের বাস্তব অভিজ্ঞতাসহ বাংলা ও ইংরেজী মাধ্যমে টাইপের গতি যথাক্রমে ২০ ও ২৫ শব্দ হতে হবে।

 

আবেদনের নিয়ম

আবেদনের নিয়ম এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে প্রতিষ্ঠানটির ওয়েবসাইট (www.bsmmu.edu.bd) দেখুন।

এছাড়া বিজ্ঞপ্তিটি সরাসরি পেতে প্রতিষ্ঠানটির এই লিংকটি দেখুন-

http://www.bsmmu.edu.bd/media/administration_notice/1514440035-39-recruitment%20notice%20for%20vacant%20posts%20and%20application%20form.pdf

 আবেদনের সময়মীমা

 আগ্রহী প্রার্থীদেরকে আগামী ১৮ জানুয়ারি, ২০১৮ তারিখ বেলা ২টা ৩০মিনিট এর মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে।

 / এম / এআর

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

http://www.bsmmu.edu.bd/media/administration_notice/1514440035-39-recruitment%20notice%20for%20vacant%20posts%20and%20application%20form.pdf