আফগানিস্তানের কোচ সিমন্স
প্রকাশিত : ০৯:৪৪ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৭ রবিবার | আপডেট: ০৭:০৬ পিএম, ২ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক প্রধান কোচ চন্দ্রিকা হাথুরু সিংহের পদত্যাগের পর পরবর্তী কোচের আলোচনায় ছিল আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কোচ হিসেবে ফিল সিমন্স। ঢাকায় এসে বিসিবিতে সাক্ষাৎকারও দিয়ে গেছেন তিনি। তবে বাংলাদেশ নয়, ফিল সিমন্স দায়িত্ব নিচ্ছেন আফগানিস্তান ক্রিকেট দলের।
রবিবার নতুন কোচ হিসেবে সিমন্সের নাম ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আগামী ৮ জানুয়ারি থেকে কাজ শুরু করবেন ক্যারিবিয়ান এই কোচ।
গত অগাস্টে লালচান রাজপুতের সঙ্গে চুক্তি নবায়ন না করার পর থেকেই কোচ খুঁজছিল এসিবি। সম্প্রতি তিন জনের সংক্ষিপ্ত তালিকা করা হয়েছিল। আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কোচ হিসেবে সিমন্সের সাফল্যই শেষ পর্যন্ত এগিয়ে নিয়েছে সিমন্সকে। এছাড়া আফগানদের পরামর্শক হিসেবে কিছুদিন কাজ করার অভিজ্ঞতাও পক্ষে গেছে তার।
আগামী ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের ৫ ওয়ানডে ও ২ টি-টোয়েন্টির সিরিজ। দুবাইয়ে সেটির প্রস্তুতি শিবির থেকেই দায়িত্ব শুরু হবে সিমন্সের।
টিকে