পারমাণবিক বোমার বোতাম আমার টেবিলে: কিম উন
প্রকাশিত : ১১:২৮ এএম, ১ জানুয়ারি ২০১৮ সোমবার | আপডেট: ১২:২৮ পিএম, ১ জানুয়ারি ২০১৮ সোমবার
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে বলেছেন, পারমাণবিক বোমার বোতাম তার টেবিলে রয়েছে। কেউ বাড়াবাড়ি করলে সেই বোতামে চাপ দিতে তিনি দ্বিতীয়বার ভাববেন না।
ইংরেজি নতুন বর্ষ উপলক্ষে জাতির সামনে দেওয়া এক ভাষণে কিম জং উন বলেন, যুক্তরাষ্ট্রের সব এলাকা আমাদের ক্ষেপনাস্ত্রের নাগালের মধ্যে রয়েছে। আর সব ক্ষেপনাস্ত্রের চাবি রয়েছে আমার ডেস্কে। তিনি আরও বলেন, তারা (যুক্তরাষ্ট্র) এটা ভাবলে ভুল করবে যে, এটা আমার হুমকি। এটা হুমকি নয়, বাস্তবতা।
উত্তর কোরিয়াকে পারমাণবিক ইস্যুতে একটি শান্তিপূর্ণ ও দায়িত্বপূর্ণ জাতি আখ্যা দিয়ে উন বলেন, আমরা শান্তিতে বিশ্বাস করি। তবে কেউ আমাদের উপর আগ্রাসন চালালে আমরা তা মুখ বুজে তা সহ্য করবো না। তবে আমাদের তরফ থেকে পারমাণবিক বোমা ব্যবহারের কোনো ইচ্ছা নাই।
২০১৮ সালের মধ্যেই উত্তর কোরিয়াকে একটি স্বয়ংসম্পূর্ণ পারমাণবিক দেশ হিসেবে গড়ে তোলা হবে জানিয়ে কিম বলেন, আমরা আমাদের নীতিতে কোনো পরিবর্তন আনবো না। আমাদের এ প্রচেষ্টাকে কেউ থামাতে পারবে না। এমনকি কেউ আমাদের ছোট করে দেখার অবকাশ নেই।
সুত্র: সিএনএন
এমজে/ এআর