ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

কারওয়ান বাজার বস্তিতে আগুন

প্রকাশিত : ০১:৫৩ পিএম, ১ জানুয়ারি ২০১৮ সোমবার | আপডেট: ০১:৫০ পিএম, ২ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার

রাজধানীর কারওয়ান বাজার রেলওয়ে বস্তিতে আগুন লেগেছে। আজ সোমবার দুপুরের দিকে তেজগাঁও রেললাইন বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কমলাপুর রেলস্টেশনের সঙ্গে সব ধরণের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরের এক কর্মকর্তা অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছে। ইতোমধ্যে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানা গেছে। কিভাবে আগুনের সুত্রপাত হয়েছিল, এ ব্যাপারে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। তবে স্থানীয়রা জানান, বস্তির কোনো একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হতে পারে। পরে তা আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে এলেও আগুন নেভানোর কাজে নামতে দেরি হয়। কারণ, ওই এলাকাটি জনবহুল ও সরু এলাকা হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে ঢুকতে বেগ পেতে হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয়রা আগুন নেভানোর জন্য চেষ্টা চালিয়ে আসছিল। এরইমধ্যে যোগ দেয় ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে দুপুর একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এমজে/ এআর