বিদেশে পড়তে গিয়ে অন্তত ২০ ছাত্র আইএস এর সাথে জড়িয়ে পড়ে
প্রকাশিত : ০৯:৩০ এএম, ২১ এপ্রিল ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৯:৩০ এএম, ২১ এপ্রিল ২০১৬ বৃহস্পতিবার
বাংলাদেশ থেকে সরাসরি নয়, তবে বিদেশে পড়তে গিয়ে অন্তত ২০ ছাত্র আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট-আইএস এর সাথে জড়িয়ে পড়ে। সিরিয়ার চলমান যুদ্ধে অংশও নেয় তারা। সাংবাদিকদের সাথে আলাপে ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। তবে, বাংলাদেশে আইএস কর্মকান্ড শুরু করতে পারেনি বলেও জানান তিনি।
১৯৯৯ সালে প্রতিষ্ঠিত জামায়াত আল তাওহীদ ওয়াল জিহাদই হচ্ছে আজকের ইসলামি স্টেট- আইএস। নানা সময়ে আল কায়েদা ইন ইরাক, মুজাহিদিন সুরা কাউন্সিলসহ নানা নামেও পরিচিতি ছিল সংগঠনটির। জর্ডানের নাগরিক আবু মুসাব আল জারকাবি সংগঠনটির প্রতিষ্ঠাতা। আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের প্রেক্ষাপটে গড়ে ওঠা আল কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনের ঘনিষ্ট সহযোগি ছিলেন তিনি। জারকাবি মারা যান ২০০৬ সালের জানুয়ারি মাসে। ইরাকের আবু বকর আল বাগদাদি সংগঠনটির বর্তমান নেতৃত্বে আছেন। (গ্রাফিক্স)।
২০০৬ সাল থেকে ইরাক এবং ২০১১ সাল থেকে সিরিয়ায় সবচেয়ে বেশি সক্রিয় রয়েছে সংগঠনটি। তবে আফগানিস্তান, পাকিস্তানসহ মধ্যপ্রাচ্যের প্রায় সব মুসলিম দেশেই সক্রিয় রয়েছে এই জঙ্গি সংগঠন। মধ্যপ্রাচ্যে সংগঠনটির সবচেয়ে বড় শত্রু শিয়া, কুর্দ ও ইয়াজিদি সম্প্রদায়।
বাংলাদেশে শিয়া, বাহাইসহ সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা এবং ব্লগার হত্যার সাথে জড়িত থাকার দাবি করে আইএস বিভিন্ন সময় ইন্টারনেটভিত্তিক প্রচারণাও চালিয়েছে। তবে, গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, এই দাবি সত্য নয়।
দেশে সংগঠনটির কর্মকান্ড না থাকলেও বিদেশে পড়তে গিয়ে কিছু বাংলাদেশি ছাত্র আইএস এর সাথে জড়িয়ে পড়ে। তাদের মধ্যে কেউ কেউ সিরিয়ায় যুদ্ধে নিহত হয়েছে বলে জানালেন পুলিশের এই উর্ধ্বতন কর্মকর্তা।
বিদেশে পড়তে গিয়ে যে সব ছাত্র আইএস এর সাথে জড়িয়েছে, দেশে তাদের পরিবারের সদস্যদের গতিবিধির উপর নজর রাখা হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।