‘থানায় আত্মঘাতী হামলার পরিকল্পনা ছিল ২ জঙ্গির’
প্রকাশিত : ১০:৫৯ পিএম, ২ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার
চট্টগ্রামে গ্রেনেডসহ গ্রেপ্তার নব্য জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। পুলিশি জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, বন্দরনগরীর সদরঘাট থানায় আত্মঘাতী হামলার পরিকল্পনা ছিল তাদের। মঙ্গলবার চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নগর পুলিশের উপ-কমিশনার (গোয়েন্দা) হাসান মো. শওকত আলী।
সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট সোমবার রাতে সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ী এলাকার পোর্ট সিটি হাউজিং সোসাইটির মিনু ভবন থেকে ওই দুই জঙ্গিকে গ্রেপ্তার করে।
শওকত আলী বলেন, জঙ্গিরা সদরঘাট থানাকে হামলার লক্ষ্য হিসেবে বেছে নিয়েছিল। মূলত তারা পুলিশের মনোবল ভেঙে দিতেই এই হামলার পরিকল্পনা করে। এরা নব্য জেএমবির সদস্য। যারা ৫-৬ জনের ছোট দলে বিভক্ত হয়ে কাজ করত। গ্রেপ্তার দুজন আত্মঘাতী দলের সদস্য। নিজেরা টায়ার ব্যবসায়ী পরিচয় দিয়ে বাসা ভাড়া নিয়েছিল।
তিনি বলেন, গ্রেপ্তার জঙ্গি দুজন হলো আশফাকুর রহমান ওরফে আবু মাহির আল বাঙালি ওরফে রাসেল ওরফে সেলেবি তিতুশ (২২) এবং রাকিবুল হাসান ওরফে জনি ওরফে সালাহ উদ্দিন আয়ুবী ওরফে আবু তাইছির আল বাঙালি ওরফে হাসান (১৯)।
আশফাকুর ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের আনিছুর রহমানের ছেলে। রাকিবুলের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। গ্রেপ্তারের সময় ওই বাসা থেকে ১০টি তাজা গ্রেনেড, দুটি স্কেচ ম্যাপ, দুটি সুইসাইড ভেল্ট এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
হামলার পরিকল্পনাসহ তাদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে গ্রেপ্তার দুজনকে মঙ্গলবার আদালতের মাধ্যমে সাতদিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
আর/টিকে