ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

ভালোবাসার মানুষ খুঁজছেন ঊর্মিলা

প্রকাশিত : ১২:২০ পিএম, ৩ জানুয়ারি ২০১৮ বুধবার | আপডেট: ০১:৪৭ পিএম, ৩ জানুয়ারি ২০১৮ বুধবার

বড় লোক বাবার মেয়ে ঊর্মিলা। বাবার ব্যবসা নিয়েই ব্যস্ততা তার। তবে সব ব্যস্ততার মাঝে ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা মনের মধ্যে। কিন্তু কোনো মনের মানুষ নেই ঊর্মিলার। তাইতো একটি রুমালে মনের কিছু কথা লিখেছেন তিনি। একদিন সেটি পার্কে রেখে আসেন। সেই রুমালের সূত্র ধরে যে তাকে খুঁজে নেবে সেই হবে তার প্রকৃত প্রেম এবং ভালোবাসা। এরপর চলে প্রতীক্ষা। ভালোবাসার মানুষের অপেক্ষায় দিন গুনতে থাকেন ঊর্মিলা।

মিজানুর রহমান বেলালের রচনা ও আবু হায়াত মাহমুদের পরিচালনায় ‘রুমাল’ শিরোনামের একটি নাটকে এমনই একটি গল্পে ঊর্মিলাকে দেখা যাবে। তার বিপরীতে এই নাটকে অভিনয় করেছেন শ্যামল মাওলা। খুব শিগগির বেসরকারি একটি টিভি চ্যানেলে এটি প্রচার হবে।

নাটকটি নিয়ে ঊর্মিলা বলেন, ‘আসলে গল্পে ভিন্নতা থাকলে সেটিতে অভিনয় করতে ভালো লাগে। স্বাচ্ছন্দ্যে কাজ করা যায়। এই নাটকের চরিত্রটি আমার দারুণ পছন্দ হয়েছে। দর্শকরা নাটকটিতে বৈচিত্র্য খুঁজে পাবে। আশা করছি দর্শক উপভোগ্য একটি নাটক হবে।’

এদিকে একক নাটকের বাইরে ঊর্মিলা ধারাবাহিকেও বেশ ব্যস্ত সময় পার করছেন। বর্তমানে মুশফিক কল্লোলের ‘সম্পর্ক’, শাহজাদা মামুনের ‘শুকনো পাতার নূপুর’, সাখাওয়াত মানিকের ‘মেঘে ঢাকা শহর’, জুয়েল মাহমুদের ‘দি পাবলিক’, এজাজ মুন্নার ‘বউ বিবি বেগম’, সৈয়দ শাকিলের ‘সোনার শিকল’ ও ‘প্রেম নগর’সহ একাধিক ধারাবাহিকের কাজ করছেন তিনি। প্রতিটি ধারাবাহিকে তাকে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা যাচ্ছে।

এসএ/