আর্থিক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের দাবি অর্থনীতিবিদদের
প্রকাশিত : ০৩:৩৯ পিএম, ২১ এপ্রিল ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৩:৩৯ পিএম, ২১ এপ্রিল ২০১৬ বৃহস্পতিবার
আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের দাবি জানিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদরা। ব্যাংকিং খাতে অনিয়ম নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের কোন উদ্যোগ নেই বলেও অভিযোগ তাদের। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থচুরির বিষয়ে দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়ারও তাগিদ অর্থনীতিবিদদের।
গেল ৪ ফেব্রয়ারী যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে সংরক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে প্রায় ৮শ কোটি টাকার সমপরিমান ডলার চুরির ঘটনা ঘটে।
বিষয়টি ব্যাংকিং খাতকে বিতর্কিত করেছে উল্লেখ করে জাতীয় প্রেসক্লাবে সুজন আয়োজিত এক আলোচনায় অর্থনীতিবিদরা এর সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি জানান।
রাষ্ট্রায়ত্ব ব্যাংকে সুশাসনের অভাব থাকার কারণে কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা প্রয়োগে দূর্বলতা প্রকাশ পায় বলেও মনে করছেন কেউ কেউ।
এ খাত দলীয়করণ ও রাজনৈতিক প্রভাবমুক্ত না হলে উত্তরণ সম্ভব নয় বলেও মত বিশিষ্টজনদের।