জিকা ভাইরাসের ঝুঁকিতে ২শ কোটির বেশি মানুষ
প্রকাশিত : ০৩:১৪ পিএম, ২১ এপ্রিল ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৩:১৪ পিএম, ২১ এপ্রিল ২০১৬ বৃহস্পতিবার
বিশ্বের দুশ’ কোটির বেশি মানুষ জিকা ভাইরাসের ঝুঁকিতে রয়েছে। বিজ্ঞান বিষয়ক সাময়িকী ইলাইফ জার্নালে এ’ সংক্রান্ত একটি মানচিত্র প্রকাশ করা হয়েছে।
এডিস মশাবাহিত এই ভাইরাইসের কারণে চলতি বছর বিশ্বব্যাপী জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডক্টর অলিভার ব্রাডি জানান, জিকা সম্পর্কে ভৌগলিক ও পরিবেশগত অবস্থার প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই প্রথম ম্যাপিং করা হল। লাতিন আমেরিকার পাশাপাশি আফ্রিকা এবং এশিয়ার বিশাল অংশে এই ভাইরাস ছড়ানোর আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। ইউরোপেও জিকা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। জিকার কারণে হাজারো শিশু ছোট মাথা নিয়ে জন্মগ্রহণ করছে।