ডিসির সাথে প্রতারণা, যুবকের জেল
প্রকাশিত : ০৯:৩৭ পিএম, ৩ জানুয়ারি ২০১৮ বুধবার | আপডেট: ০৭:১৩ পিএম, ৪ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার
মাগুরা জেলা প্রশাসকের (ডিসি) সাথে প্রতারণা করতে এসে ইমরান শেখ (২২) নামে এ প্রতারক আটক হয়েছে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এক যুবক জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমানের কার্যালয়ে আসেন। এসময় নিজেকে তিনি জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের সদস্য হিসেবে পরিচয় দেন। তিনি সরকার অনুমোদিত ওই ফাউন্ডেশনের মাগুরা জেলার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে নিজেকে উপস্থাপন করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান গণমাধ্যমকে বলেন, তার পরিচয়পত্র দেখেই আমাদের সন্দেহ হয়েছিল। তার কাছে অপরাধ বিচিত্রা নামে একটি মাসিক পত্রিকার কয়েকটি কপি পাওয়া যায়। পরে সে স্বীকার করে যে, সে একজন প্রতারক। প্রতারণার জন্যই ঝিনাইদহের একজন তাকে আইডি কার্ড তৈরি করে দেয়।
নির্বাহী হাকিম মো. খোরশেদ আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতারককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
আর