বাংলাদেশী ক্রিকেটার নাদিফ চৌধুরীর জন্মদিন আজ
প্রকাশিত : ০৩:২৬ পিএম, ২১ এপ্রিল ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৩:২৬ পিএম, ২১ এপ্রিল ২০১৬ বৃহস্পতিবার
নাদিফ চৌধুরী বাংলাদেশী ক্রিকেটার। বা হাতী স্পিনার ও ডান হাতী ব্যাটসম্যান। ১৯৮৭ সালে আজকের এই দিনে বাংলাদেশের মানিকগঞ্জে জন্ম গ্রহণ করেন এ ক্রিকেটার। নাদিফ চৌধুরীর জন্মদিনে তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু দিক।
পুরো নাম নাদিফ চৌধুরী। মানিকগঞ্জের এ ক্রিকেটারের জন্ম ১৯৮৭ সালের ২১শে এপ্রিল। ক্রিকেটের বনেদি আসর টেস্ট অতবা ওয়ানডে ক্রিকেটে খেলার সৌভাগ্য হয়নি বাংলাদেশের এ ক্রিকেটারের।
তবে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।২০০৬ সালের ২৮শে নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে অভিষেক হয় তার। আর ২০০৭ সালের ২০শে সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেন এ ক্রিকেটার।
তাছাড়া অনূর্ধ্ব-১৯ দলের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধীত্ব করেছেন এ অল-রাউন্ডার।
৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ২৭ রান করেছেন নাদিফ। তবে ফাস্ট ক্লাস ক্রিকেটে তার রেকর্ডুজ্জল। ৯০ ম্যাচে ৫টি শতক ও ২০টি অর্ধশতকে ৩ হাজার ৯শ ৫৫ রান করেছেন এ ব্যাটসম্যান। আার উইকেট নিয়েছেন ৭২টি।
নাদিফ ২০০২ সালে বরিশালের হয়ে পেশাদার ক্রিকেট খেলা শুরু করেন। ২০০৬ সালে যোগ দেন ঢাকা বিভাগে। এরপর ২০১০ সালে রাজশাহী রেঞ্জার্সে খেলে যোগ দেন সিলেট ািবভাগে। পাশাপাশি খেলেন সিলেট রয়েলসের হয়েও। ২০১২ সালে আবারো ঢাকা বিভাগে যোগ দেন নাদিফ। এখনো সেখানে খেলছেন।