কুমারীত্বের পরীক্ষা দিতে হয় যে দেশে
প্রকাশিত : ১১:৫৫ এএম, ৫ জানুয়ারি ২০১৮ শুক্রবার
বিশ্বজুড়ে এখনো এমন দেশ আছে, যেখানে বিয়ের আগে মেয়েদের কুমারীত্বের পরীক্ষা দিতে হয়। আর সে দেশটি হলো যুদ্ধ বিধ্বস্ত দেশ আফগানিস্তান। দেশটিতে বিয়ের আগে সন্দেহ হয়, এমন নারীদের কুমারীত্বের পরীক্ষা দিতে হয়।
সম্প্রতি দেশটির পূর্বাঞ্চলে এমনই ঘটনা ঘটে। ১৮ বছর বয়সী আফগান কিশোরী রিয়া (ছদ্ম নাম) বিয়ের আগে এই প্রথার শিকার হয়। সংবাদ মাধ্যমকে নিজের সেই তিক্ত অভিজ্ঞতার কথা জানান ওই কিশোরী।
সেই কিশোরী জানায়, একদিন রাতে সিনেমা দেখে বাড়ি ফিরতে দেরি হওয়ায়, তার দুই ছেলে বন্ধু তাকে বাড়িতে পৌছে দেন। কিন্তু ওই ঘটনায় এলাকার বাসিন্দারা তার চরিত্র নিয়ে সন্দেহ করেন। কিন্তু এর পরিণাম যে পরবর্তীকালে ভয়ঙ্কর হতে পারে তা সে স্বপ্নেও হয়তো ভাবতে পারেনি। এই কারণে তার বিরুদ্ধে বিয়ের আগে শরীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ ওঠে। তাকে কুমারীত্বের পরীক্ষা করতে বাধ্য করা হয়।
তবে পরীক্ষার পর চিকিৎসক জানায়, সেই কিশোরী এখনও কুমারী। কারও সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ায়নি সে। শুধু রিয়াই নন, তার মতো অসংখ্য নারী এ প্রথার সম্মুখীন হন।
সূত্র: দ্য ডন
এমজে/