বিএনপি নেতা মোজাহার আলী আর নেই
প্রকাশিত : ১১:৪৪ এএম, ৬ জানুয়ারি ২০১৮ শনিবার
জয়পুরহাট জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোজাহার আলী প্রধান আর নেই। শুক্রবার বিকেলে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৯ বছর।
মোজাহার আলী প্রধানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতিতে নেতারা মোজাহার আলীর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও গভীর সমবেদনা জানান।
শনিবার দুপুর ২টায় জোহরের নামাজ শেষে জয়পুরহাট কালেক্টরেট মাঠে মোজাহার আলী প্রধানের জানাজা অনুষ্ঠিত হবে। পরে শহরের নতুনহাট প্রধানপাড়ায় তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে।
তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিক রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে রেখে গেছেন।
মোজাহার আলী প্রধান ১৯৯৭ সাল থেকে জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে জয়পুরহাট-১ আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
এসএইচ/