পাঁচ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবে পুলিশ
প্রকাশিত : ০৫:৫৬ পিএম, ৬ জানুয়ারি ২০১৮ শনিবার | আপডেট: ০৬:৫৫ পিএম, ৭ জানুয়ারি ২০১৮ রবিবার
প্রথমবারের মতো অর্থ, গণপূর্ত, আইন, পরিকল্পনা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সচিবদের সঙ্গে বৈঠক করবে পুলিশ। শনিবার ‘পুলিশ সপ্তাহ-২০১৮’ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক এ কথা জানান।
সোমবার থেকে পাঁচ দিনব্যপী শুরু হতে যাওয়া পুলিশ সপ্তাহ রাজারবাগ পুলিশ লাইনসে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আইজিপি জানান, প্রতিবছর পুলিশ সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং সচিবদের সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক হয়ে থাকে। কিন্তু এবারই প্রথমবারের মতো স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছাড়াও সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিবদের সঙ্গে বৈঠক করবে তারা।
আইজিপি আরও জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে পুলিশের অনেক ইস্যু থাকায় পুলিশ সপ্তাহে আসার সম্মতি জ্ঞাপন করেছেন অনেক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিব। তাদের সঙ্গে আয়োজিত সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে বলে জানান তিনি।
আইজিপি জানান, আগামী শুক্রবার আইন-শৃঙ্খলা ও অপরাধ-সংক্রান্ত মতবিনিময় সভার মধ্যদিয়ে পুলিশ সপ্তাহ-২০১৮ এর সমাপনী ঘোষণা করা হবে।
একে//