ঢাকা, শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

হবিগঞ্জে পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকার বোরো ফসল

প্রকাশিত : ১২:৩৯ পিএম, ২২ এপ্রিল ২০১৬ শুক্রবার | আপডেট: ১২:৩৯ পিএম, ২২ এপ্রিল ২০১৬ শুক্রবার

অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের বিস্তীর্ণ এলাকার বোরো ফসল পানিতে তলিয়ে গেছে। ফলে আধাপাকা ও কাঁচা ধান কেটে আনছেন কৃষকরা। ওদিকে, আগের যেকোন সময়ের চেয়ে এ বছর ধানের দাম সর্বনি¤œ থাকায় কৃষকদের মাঝে চরম হতাশা দেখা দিয়েছে। এ বছর চৈত্র মাস থেকেই হবিগঞ্জ জেলায় বৃষ্টি শুরু হয়েছে। উজানে ভারতের মেঘালয়েও বৃষ্টির পরিমাণ রেকর্ড ভেঙ্গেছে। আর এমন আকষ্মিক বৃষ্টির কারণে নদীগুলোতে পানি বেড়েই চলেছে। নদীর পানি এরিমধ্যে হাওরে প্রবেশ করে বিস্তীর্ণ এলাকা প্লাবিত করেছে। অতিবৃষ্টির কারণে জেলার আজমিরীগঞ্জ, বানিয়াচং, বাহুবল ও হবিগঞ্জ সদর উপজেলার অন্তত ৩৫ হাজার হেক্টর জমির ধান তলিয়ে গেছে। একদিকে শ্রমিকের অভাব, অন্যদিকে আধাপাকা ও কাঁচা ধান কাটছেন কৃষকরা। অনেকে আবার পানিতে ডুবে যাওয়া ধান তুলছেন। এ ধানের দাম না থাকায় কৃষকদের মাঝে চরম হতাশা দেখা দিয়েছে। জেলায় এ বছর ১ লাখ ১৩ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত নি¤œাঞ্চলে মাত্র ৩৫ শতাংশ এবং সমতল ভূমির মাত্র ৮ শতাংশ জমির ধান কাটা হয়েছে। দ্রুত ধানের মূল্য নির্ধারণ করে সরকার ন্যায্য মূল্য দিয়ে ধান কিনবে, এমনই প্রত্যাশা কৃষকদের।