চুয়াডাঙ্গায় ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা
প্রকাশিত : ০৯:১৭ পিএম, ৬ জানুয়ারি ২০১৮ শনিবার | আপডেট: ০৯:৪২ পিএম, ৬ জানুয়ারি ২০১৮ শনিবার
চুয়াডাঙ্গায় শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের তথ্য বলছে এ বছরের মধ্যে এটাই সর্বনিম্ন।
শীতের তীব্রতা বাড়ায় বিপাকে পড়েছেন শ্রমজীবী সাধারণ মানুষ। শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছেন শীত জনিত নানা রোগে। জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকেও বেরুতে চাইছেন না।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছামাদুল হক গণমাধ্যমকে জানান, চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। কয়েকদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে এ জেলায়।
আবহাওয়া অফিসের সূত্রগুলো জানায়, ঘণ্টায় প্রায় ১২ কিলোমিটার গতি বেগে বাতাস বইছে। আকাশে ঘন কুয়াশা। দিনে সূর্যের দেখা পাওয়া যাচ্ছে অল্প সময়ের জন্য।
এম/টিকে