ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

ম্যাচ চলাকালিন ভেঙে পড়ল গ্যালারি

প্রকাশিত : ০১:০০ পিএম, ৭ জানুয়ারি ২০১৮ রবিবার

স্টেডিয়ামের অংশ ভেঙে আহত প্রায় ৪০ জন সমর্থক। ঘটনাটি ঘটেছে কুয়েতে। শুক্রবার রাতে স্থানীয় গাল্ফ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে হঠাৎই শেখ জাবের আল আহমেদ স্টেডিয়ামের গ্যালারির একটি অংশ ভেঙে পড়ে। গ্যালারিতে তখন উপস্থিত ছিল ওমানি সমর্থকরা।

গ্যালারির সামনের কাঁচের দেওয়ালে সমর্থকরা ঝুঁকে পড়াতেই ঘটে বিপত্তি। রুদ্ধশ্বাস ম্যাচে ট্রফি ছিনিয়ে নিয়েছে ওমান। পেনাল্টি শ্যুটআউটে ৫-৪ জয় পায় ওমান। প্রিয় দলের সেই জয় সেলিব্রেট করতেই গ্যালারি ছেড়ে কাঁচের দেওয়ালের সামনে গিয়ে উৎসবে মাতে দর্শকরা। সমর্থকরা কাঁচের দেওয়ালে ভর দিয়ে উল্লাস শুরু করলে, সেই চাপ ধরে রাখতে না পেরে ভেঙ্গে যায় কাঁচের দেওয়ালটি। হুড়মুড়িয়ে গ্যালারির সামনের অংশের দর্শকরা মাটিতে পড়ে যান।

এতে আহত হন প্রায় ৪০ জন ফুটবলভক্ত। ঘটনার পর অ্যাম্বুলেন্সে করে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেশীরভাগকেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। গুরুতর আহতরা এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/