১০০ শিক্ষক নিয়োগ
প্রকাশিত : ০৩:১৩ পিএম, ৭ জানুয়ারি ২০১৮ রবিবার | আপডেট: ০৬:১৭ পিএম, ৭ জানুয়ারি ২০১৮ রবিবার
মনপুরা স্কুল অ্যান্ড কলেজ –এর বাড্ডা, মালিবাগ ও বনশ্রী ক্যাম্পাসের জন্য আকর্ষণীয় বেতনে ১০০ শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আগ্রহ থাকলে আপনিও আবেদন করতে পারেন।
কোন কোন বিষয়ে নিয়োগ
কলেজ শাখার জন্য প্রভাষক পদে বাংলা (৫), ইংরেজি (৫), আইসিটি (৫), উচ্চতর গণিত (৩) পদার্থবিজ্ঞান (৩), অর্থনীতি (২), রসায়ন (৩), জীববিজ্ঞান (২), হিসাববিজ্ঞান (২), ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ও বিপণন (২) জন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর হতে হবে। প্রভাষক হিসেবে শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
পদ ও সংখ্যা
স্কুল শাখা (বাংলা মাধ্যম) এর জন্য সহকারী শিক্ষক পদে বাংলা (৫), ইংরেজি (৫), গণিত (৫), আইসিটি (৫) হিসাববিজ্ঞান (৩), পদার্থবিজ্ঞান (৩), রসায়ন (৩), জীববিজ্ঞান (২), ব্যবস্থাপনা (২), কৃষি শিক্ষা (১), বাংলাদেশ ও বিশ্ব পরিচয় (১),গার্হস্থ্য বিজ্ঞান (১), সংগীত (১), শারীরিক শিক্ষা (বিপিএড)-(২) জন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর হতে হবে। শিক্ষক হিসেবে শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
পদ ও সংখ্যা:
স্কুল শাখা (ইংরেজি মাধ্যম) এর জন্য সহকারী শিক্ষক পদে ইংরেজি (৬), বাংলা (৬), গণিত (৬), বিজ্ঞান (৩), আইসিটি (৩) জন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর, যারা ইংরেজিতে অনর্গল কথা বলতে পারেন বা “0”/“A” লেভেল সম্পন্নকারী বা ইংরেজি মাধ্যম থেকে পাশ করেছেন বা IELTS-এ ভাল স্কোর করেছেন তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীকে “মনপুরা স্কুল অ্যান্ড কলেজ” এর নামে ৩০০/-(তিনশত) টাকা ব্যাংক ড্রাফট/ পে-অর্ডার/ অথবা সরাসরি নগদ জমা দেওয়ার রসিদসহ স্বহস্তে লিখিত আবেদনপত্র, ২ কপি ছবিসহ আপডেটেড জীবন বৃত্তান্ত পৌঁছাতে হবে।
আবেদনের সময়সীমা:
আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ জানুয়ারি, ২০১৮ তারিখ বিকাল ৫ টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ৭ জানুয়ারি, ২০১৮
একে// এআর