রাষ্ট্রায়াত্ত তিন ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত
প্রকাশিত : ০৬:১৪ পিএম, ৭ জানুয়ারি ২০১৮ রবিবার | আপডেট: ০৮:২০ পিএম, ৭ জানুয়ারি ২০১৮ রবিবার
রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংক সোনালী, রূপালী ও জনতা ব্যাংকের নিয়োগ পরীক্ষাসহ সব ধরনের কার্যক্রমের উপর স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। গত বছরের বিভিন্ন সময় রাষ্ট্রয়ত্ত আটটি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে এক রিট আবেদনের শুনানি শেষে রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।
এই স্থগিতাদেশের ফলে আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠেয় ওই তিন ব্যাংকসহ ৮ ব্যাংকের সম্মিলিত এমসিকিউ পরীক্ষা স্থগিত থাকবে বলে জানিয়েছেন আইনজীবীরা। আদালতে রিটকারী পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রাশিদুল হক খোকন। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট তানজিম আল ইসলাম ও মির্জা সুলতান আল রাজা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাতার হোসেন সাজু।
হাইকোর্টের স্থগিতাদেশের পরে রাশেদুল হক খোকন গণমাধ্যমকে বলেন, গত বছরের তিনটি নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় সোনালী, রূপালী ও জনতা ব্যাংকের যে নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল- সে বিষয়ে আদালত এই নির্দেশনা দিয়েছে।
টিকে