মার্কিন পপ তারকা প্রিন্স রজার্স নেলসন আর নেই
প্রকাশিত : ০৬:৩৫ পিএম, ২২ এপ্রিল ২০১৬ শুক্রবার | আপডেট: ০৬:৩৫ পিএম, ২২ এপ্রিল ২০১৬ শুক্রবার
চলে গেলেন জনপ্রিয় মার্কিন পপ তারকা প্রিন্স রজার্স নেলসন। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মিনেসোটায় পেইসলি পার্ক এস্টেটের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিলো ৫৭ বছর।
ওই শহরের আইন কর্মকর্তা জানান, হঠাৎ অসুস্থ বোধ করলে চিকিৎসার জন্য খবর দেন প্রিন্স। পরে বাসার লিফটের মধ্য থেকে উদ্ধার করা হয় এই পপ তারকার মৃতদেহ। প্রিন্সের আকস্মিক মৃত্যুর বিষয়টি তদন্ত করছে পুলিশ। একইসঙ্গে গায়ক, গীতিকার, সুরকার ও ব্যবস্থাপক ছিলেন প্রিন্স। ১৯৮০ সালে গানের অ্যালবাম নাইনটিন নাইনটি নাইন, পার্পেল রেইন এবং সাইন ও’ দ্য টাইমস প্রকাশের পর বিশ্বব্যাপী তারকাখ্যাতি পান তিনি। ১৯৮৪ সালে অস্কারও জিতে নেন প্রিন্স। এ’ পর্যন্ত ১০ কোটির বেশি গানের রেকর্ড বিক্রি হয়েছে প্রিন্সের। তার মৃত্যুতে শোকাহত বিশ্বের সঙ্গীতপ্রেমীরা।