ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

ফের মালেশিয়ার প্রধানমন্ত্রী প্রার্থী মাহাথির

প্রকাশিত : ০৯:৫৫ পিএম, ৭ জানুয়ারি ২০১৮ রবিবার | আপডেট: ১১:১৮ পিএম, ৭ জানুয়ারি ২০১৮ রবিবার

মালয়েশিয়ার আসন্ন সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে ৯২ বছর বয়সী মাহাথির মোহাম্মদের নাম ঘোষণা করেছে বিরোধীদলীয় জোট।

চলতি বছরের আগস্টে মালয়েশিয়ার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে সামনে রেখে বিরোধীদলীয় জোট আজ রোববার প্রধানমন্ত্রী পদে সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে মনোনয়ন দিয়েছেন।

বিরোধীদলের মহাসচিব সাইফুদ্দিন আবদুল্লাহ জানান, আগামী নির্বাচনে পাকাতান হারাপান জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মাহাথির মোহাম্মদ নির্বাচন করবেন।

ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশনের (ইউএমএনও) নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাক দুর্নীতির অভিযোগে দেশটিতে বিতর্কিত। দল থেকে পদত্যাগ করা নিয়ে রাজাক সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে হুমকি দিয়েছিলেন।

অন্যদিকে বিরোধী দলের জনপ্রিয় নেতা আনোয়ার ইব্রাহিম বর্তমানে কারাগারে রয়েছেন। এ কারণেই বিরোধীদলীয় জোট আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী পদে মাহাথিরকেই যোগ্য বিবেচনায় মনোনয়ন দিয়েছেন।

মাহাথির মোহাম্মদ ১৯৮১ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। টানা ২২ বছর পর ২০০৩ সালের ৩০ অক্টোবর তিনি স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেন।

তিনি এশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। পরে তিনি দল থেকেও পদত্যাগ করেন।মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে আধুনিক মালয়েশিয়ার স্থপতি বলা হয়।

এ নির্বাচনে বিরোধী দল জিতলে মাহাথির হবেন বিশ্বের সবচেয়ে বেশি বয়সী প্রধানমন্ত্রী।

সূত্র: রয়টার্স

এম/টিকে